ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অনেক অনেক ট্রেডিং সিস্টেম পাওয়া যায়। অনেক ট্রেডিং সিস্টেম আছে খুব ভাল কাজ করে আবার অনেক ট্রেডিং সিস্টেম কাজ করে না। আমি আজকে আপনার সাথে একটি কার্যকরী ট্রেডিং সিস্টেম শেয়ার করবো। ট্রেডিং সিস্টেমের নাম হল Octopus Trading System এই ট্রেডিং সিস্টেম ব্যবহার করে অনেক ট্রেডার দীর্ঘদিন ধরে ফরেক্স মার্কেটে প্রফিট করে আসছে।
এই পোস্টে আমি এই ট্রেডিং সিস্টেমের সুবিধা ও টাইম ফ্রেমে ভাল কাজ করে ইত্যাদি আলোচনা করবো। এই ট্রেডিং সিস্টেমের ইন্ডিকেটর কিভাবে সেটাপ করবেন এটা নিচের ভিডিওতে পেয়ে যাবেন।
এই ট্রেডিং সিস্টেম সম্পর্কে বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন : –
Octopus Trading System এর সুবিধা
- এনালাইসিস ছাড়া সহজে ট্রেড করতে পারবেন
- ট্রেড আসলে খুব সহজে বুঝতে পারবেন
- খুব ছোট স্টপ লস ব্যবহার করতে পারবেন
- অক্টোপাস ইন্ডিকেটরের কালার দেখে বাই সেল ট্রেড বুঝতে পারবেন
- ট্রেডিং সিস্টেমের মাধ্যমে ট্রেড চালু করা বন্ধ করা খুব সহজ
- এটা রিপ্রিন্ট ইন্ডিকেটর না ( ট্রেড এর সিগন্যাল দিয়ে ট্রেড পরিবর্তন করে না )
কোন সেশনে Octopus Trading System ভাল কাজ করে ?
আপনাকে লন্ডন ও ইউএস সেশনে ট্রেড করতে হবে তাহলে আপনি ট্রেড করে ভাল রেজাল্ট পাবেন।
কোন কোন পেয়ারে কাজ করবে ?
মেজর পেয়ারে ভাল কাজ করে ।
ফরেক্স মানি ম্যানেজমেন্ট
প্রথমে এই ট্রেডিং সিস্টেমে প্রথমে ডেমো ট্রেড করবেন । যদি ভাল রেজাল্ট পান তখন রিয়েল ট্রেডিং করবেন। রিয়েল ট্রেডিংয়ে ১% থেকে ৩ % সর্বোচ রিস্ক নিবেন। একটা কথা মনে রাখবেন মানি ম্যানেজমেন্ট আপনার একাউন্ট কে বাঁচিয়ে দিবে ও সামনের দিন গুলোতে প্রফিট করতে সাহায্য করবে ।
ইন্ডিকেটর নিচ থেকে ডাউনলোড করে সেটাপ করে নিবেন।
Awesome post. I am a normal visitor of your website and appreciate you taking the time to maintain the excellent site. I will be a regular visitor for a really long time. Mamie Leonardo Pallaton