আমি আজকে আপনাদেরকে এমন একটি ইন্ডিকেটর এর সাথে পরিচয় করিয়ে দিব। তার নাম হল ADR Indicator । ADR মানে হলো এভারেজ ডেইলি রেঞ্জ। যা আপনাদের প্রতিদিনের ট্রেড করতে অনেক সাহায্য করবে এবং আপনাদের লাভ এর পরিমান আগের থেকে বাড়বে। নতুন ও পুরাতন অনেক ট্রেডার ADR Indicator ব্যবহার করে তাদের প্রফিট আগের চেয়ে অনেক বেশি করছে। তাহলে আমরা এখন এই ইন্ডিকেটর সম্পর্কে জানবো :-
ADR Indicator ব্যবহার এর সুবিধা :
- আপনি যদি ১০ টি পেয়ারে ট্রেড করেন তাহলে এখন কোন পেয়ারে ট্রেড করলে ভাল হবে আপনি আগে থেকেই বুঝতে পারবেন।
- প্রতি ট্রেড এর প্রফিট আগের থেকে অনেক বেশি বেড়ে যাবে।
- স্টপ লস সেট করতে অনেক বেশি সুবিধা হবে।
- টেক প্রফিট ব্যবহার করতে সুবিধা হবে।
- মার্কেট সম্পরকে আপনার পরিষ্কার ধারণা থাকবে।
- ব্যবহার করা অনেক সহজ।
কেন ADR Indicator ব্যবহার করবো :
ফরেক্স মার্কেট এ অনেক ট্রেডার আছে যারা নতুন ও সর্ট টাইমফ্রেমে ট্রেড করে থাকে। নতুন ট্রেডার হবার কারণে তারা বুঝতে পারে না মার্কেট কত দূর মুভ করবে। এর ফলে যা হয় তা হল অল্প প্রফিট নিয়ে ট্রেড থেকে বের হয়ে যায়। এই ইন্ডিকেটর দিয়ে ট্রেড করলে নিজের উপর আত্মবিশ্বাস অনেক গুন্ বেড়ে যাবে।
ইন্ডিকেটর কিভাবে কাজ করবে ?
এই ইন্ডিকেটর আপনাকে নিচে থেকে ডাউনলোড করে আপনাকে আপনার মেটাট্রেডার ৪ এ সেট করতে হবে। তারপর ADR ভেলু দেখে আপনাকে টেক প্রফিট স্টপ লস সেট করতে হবে। আরও বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন।
ধন্যবাদ ভাই ইন্ডিকেটর টি দেবার জন্য। অনেক দরকারি একটি ইনডিকেটর ব্যবহার করা উচিত
Sustain the remarkable work !! Lovin’ it!
Wow cuz this is excellent work! Congrats and keep it up.
Surprisingly user pleasant site. Great information offered on few clicks on.