ফরেক্স ট্রেডিং এর শুরুর দিকে অনেক নতুন ট্রেডার বুঝতে পারে না কোথায় বাই ট্রেড করতে হবে কোথায় সেল ট্রেড করতে হবে। তাই আমি আজকে আপনাকে একটা Rubicon Indicator এর ট্রেডিং সিস্টেমের সাথে পরিচয় করিয়ে দিবো। যার মাধ্যমে আপনি এনালাইসিস ছাড়া ট্রেড করতে পারবেন কোথায় ট্রেড ওপেন করতে হবে কোথায় ট্রেড বন্ধ করতে হবে মানে স্টপ লস ও টেক প্রফিট সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবেন।
Rubicon Indicator Trading Strategy এর সুবিধা
- আপনি এনালাইসিস ছাড়া ট্রেড করতে পারবেন
- যখন ট্রেড করতে ইন্ডিকেটর আপনাকে সিগন্যাল দিবে
- ট্রেড আসলে এলার্ট এর মাধ্যমে জানিয়ে দিবে
- এই ট্রেডিং সিস্টেমের মাধ্যমে ট্রেড চালু করা ও স্টপ লস ও টিপি সেট করা সহজ
- মার্কেটের ট্রেড ধরে আপনাকে সিগন্যাল দিবে ট্রেড নিয়ে চিন্তা করতে হবে না
- এটা রিপ্রিন্ট ইন্ডিকেটর না
এই ইন্ডিকেটর সম্পর্কে বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন : –
Rubicon Indicator Trading Strategy কোন টাইমফ্রেমে কাজ করে এই ইন্ডিকেটর ?
আপনি 15-min, 30-min, এই টাইমফ্রেমে ট্রেড করেন ভাল রেজাল্ট পাবেন। অন্য টাইমফ্রেমে এই ইন্ডিকেটর ভালো কাজ করে না।
কোন সেশনে রুবিকন ইন্ডিকেটর ভাল কাজ করে ?
আপনাকে লন্ডন ও ইউএস সেশনে ট্রেড করতে হবে তাহলে আপনি ট্রেড করে ভাল রেজাল্ট পাবেন।
কোন কোন পেয়ারে কাজ করবে ?
এই ইন্ডিকেটর মেজর পেয়ারে ভালো কাজ করে। তবে আপনি যেই পেয়ারে স্প্রেড কম ভাল মুভ করে এমন পেয়ারেও ট্রেড করলে ভাল রেজাল্ট পাবেন
ফরেক্স মানি ম্যানেজমেন্ট
প্রথমে এই ট্রেডিং সিস্টেমে প্রথমে ডেমো ট্রেড করবেন ১ মাস । যদি ভাল রেজাল্ট পান তখন রিয়েল ট্রেডিং শুরু করবেন। রিয়েল ট্রেডিংয়ে ১% থেকে ৩ % সর্বোচ রিস্ক নিবেন। একটা কথা মনে রাখবেন মানি ম্যানেজমেন্ট আপনার একাউন্ট কে বাঁচিয়ে রাখবে ও সামনের দিন গুলোতে প্রফিট করতে সাহায্য করবে ।
ইন্ডিকেটর নিচ থেকে ডাউনলোড করে সেটাপ করে নিবেন।